শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০১:১৬ পূর্বাহ্ন
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : চুনারুঘাটে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ডাকাত ফজর আলী বাটনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ফজর আলীর বিরুদ্ধে চুনারুঘাট, শায়েস্তাগঞ্জ, বাহুবল, হবিগঞ্জ সদর, মৌলভীবাজার সদর ও শ্রীমঙ্গল থানায় প্রায় ২০টি ডাকাতির মামলায় রয়েছে।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানা পুলিশ ফজর আলীর নিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত ফজর আলী বাটন চুনারুঘাট উপজেলার ৩নং দেওরগাছ ইউনিয়নের কাচুয়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মো. আলী আশরাফ বলেন, ফজর আলী দীর্ঘদিন যাবত পুলিশের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় চুরি ডাকাতি করে আসছিল। গ্রেপ্তারকৃত ফজর আলীর বিরুদ্ধে চুনারুঘাট, শায়েস্তাগঞ্জ, বাহুবল, হবিগঞ্জ সদর, মৌলভীবাজার সদর শ্রীমঙ্গল থানায় প্রায় ২০টি ডাকাতির মামলায় রয়েছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে ধারাবাহিকভাবে দাগী কয়েকজন ডাকাত ও মাদক কারবারিকে এর মধ্যেই গ্রেপ্তার করেছেন । এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।