বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০:৩১ পূর্বাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : মাধবপুর উপজেলায় মনোয়ারা বেগম (৪৫) নামে এক নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী সিদ্দিক মিয়াকে আটক করেছে পুলিশ।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে ছিদ্দিক মিয়াকে মাধবপুর থানায় নেওয়া হয়। এর আগে সকাল ১০টার দিকে উপজেলার মীরনগর গ্রামে স্বামীর বাড়ির পাশের একটি খাল থেকে মনোয়ারার মরদেহ উদ্ধার করা হয়।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো: ইকবাল হোসেন জানান, রোববার সকালে স্থানীয় লোকজন খালপাড়ে মনোয়ারার গলা কাটা মরদেহ দেখে পুলিশে খবর দেন। দুপুরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আড়াইশ’ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরও বলেন, মনোয়ারার স্বামী সিদ্দিক মিয়া পুলিশকে জানিয়েছেন, শনিবার দিনগত রাত ১০টায় তিনি স্ত্রীকে ঘরে রেখে মাছ ধরতে গিয়েছিলেন। ফিরে এসে তাকে খুঁজে পাননি। সিদ্দিক মিয়াকে থানায় আটক রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মনোয়ারার দুই ছেলে বাড়ির বাইরে। তবে এক সন্তান রাতে বাড়িতেই ছিলেন।