সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৮:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

সিলেটের নতুন ডিআইজি প্রিজন কামাল হোসেন

সিলেট প্রতিনিধি : বাংলাদেশ জেল সিলেট বিভাগের নতুন কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) মো. কামাল হোসেন যোগদান করেছেন।

১৫ নভেম্বর তিনি এ পদে যোগদান করেন। এরপরই তিনি সিলেট ও সুনামগঞ্জ কারাগার পরিদর্শন করেন। এর আগে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার থেকে তাকে বদলি করে এই পদে যোগদানের আদেশ জারি করেন কর্তৃপক্ষ।

মো. কামাল হোসেন ২০১০ থেকে ২০১১ ও ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেলা সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। সিলেট বিভাগের ডিআইজি প্রিজন পদটি শূন্য থাকায় সিনিয়র কর্মকর্তা হিসেবে তাকে এ পদের (ভারপ্রাপ্ত) দায়িত্ব দেয়া হয়।

প্রসঙ্গত, পার্থ গোপাল বণিক সিলেট বিভাগের ডিআইজি প্রিজন হিসেবে দায়িত্বে থাকাকালীন তার ঢাকার বাসা থেকে গত বছরের ২৯ জুলাই ৮০ লাখ টাকা উদ্ধার করে দুদক। পরে ওইদিন থেকে তিনি ঘুষ-দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকায় দীর্ঘ প্রায় এক বছর চার মাস এই পদে অতিরিক্ত দায়িত্বে ছিলেন চট্টগ্রাম বিভাগের ডিআইজি প্রিজন এ কে এম ফজলুল হক। এতে করে সিলেট বিভাগের চারটি জেলের প্রশাসনিক কার্যক্রমে জটিলতা দেখা দেয়। এরই প্রেক্ষিতে মো. কামাল হোসেনকে এ পদের দায়িত্ব দেন কর্তৃপক্ষ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com