মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৭:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

শ্রীমঙ্গল স্বাস্থ্যবিধি নিশ্চিতে ভ্রাম্যমান আদালতের ৩৫ মামলা

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: শ্রীমঙ্গলে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ (সেকেন্ড ওয়েভ) মোকাবেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বাস্থ্যবিধি প্রতিপালন ও মাস্ক ব্যবহার নিশ্চিতে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে।

রোববার (২২ নভেম্বর) সকালে শহরের বিভিন্ন স্থানে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালত চলাকালে মাস্কবিহীনদের বিরোদ্ধে মামলা ও অর্থদন্ড প্রদান করা হয়। শহরে পৃথক দুটি ভ্রাম্মমাণ আদালতের মাধ্যমে ৩৫ টি মামলায় ৩৫ জনকে মাস্ক না পড়া ও স্বাস্থ্যবিধি অনুস্মরণ না করায় ৫ হাজার ২শ” টাকার অর্থদন্ড দেওয়া হয়।

এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম ও শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নেছার উদ্দিন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com