মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৮:৪৭ অপরাহ্ন
দিদার এলাহী সাজু, নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের বানিয়াচঙ্গে তরুণী ধর্ষণ মামলায় সাইফুল মিয়া (২২) নামে এক যুবককে কারাগারে প্রেরণ করেছে আদালত।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সুদিপ্ত দাশের আদালতে হাজির হলে আদালত শুনানী শেষে সাইফুলকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। আসামী সাইফুল মিয়া উপজেলার গরীব হোসেন মহল্লার সিরাজ মিয়ার পুত্র। বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জের কোর্ট ইন্সপেক্টর আল-আমিন হোসেন।
তিনি জানান, বানিয়াচং উপজেলার রুঘু চৌধুরীপাড়া এলাকার জনৈক এক তরুণীকে ধর্ষণের অভিযোগে সাইফুলের বিরুদ্ধে বানিয়াচং থানায় প্রায় ৫ মাস পুর্বে একটি মামলা দায়ের করা হয়। এরপর থেকেই আসামী সাইফুল পলাতক ছিল।
সোমবার দুপুরে সে আদালতে হাজির হলে আদালত জামিন না-মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। পরে বিকেলে তাকে কারাগারে প্রেরণ করা হয়।