রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

ভাষ্কর্য ভাংচুরের প্রতিবাদে লাকসামে মানববন্ধন

কোহিনুর প্রীতি, বিশেষ প্রতিনিধি, কুমিল্লা: ‘‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’’ এই স্লোগান নিয়ে বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভাংচুরের প্রতিবাদে কুমিল্লার লাকসাম উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার সকালে প্রতিবাদ মিছিল, মানববন্ধন ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। এতে প্রশাসনের সকল বিভাগ, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, উপজেলা পরিষদ, পৌর পরিষদ, ইউনিয়ন পরিষদ, শিক্ষা প্রতিষ্ঠান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বিভিন্ন পেশাজীবি সংগঠনসহ ৩৭টি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

উপজেলা পরিষদ মিলনায়ন থেকে প্রতিবাদ মিছিলসহ বিশাল র‌্যালী নিয়ে লাকসাম পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দৌলতগঞ্জ বাজার পৌর হর্কাস মার্কেট সংলগ্ন সড়কে মানববন্ধন করেছে।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার এ.কে.এম সাইফুল আলমের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইউনুছ ভূঁইয়া।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আবদুল আলী, কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহিনুর আলম, মুক্তিযোদ্ধা মনোহর আলী তোতা, লাকসাম থানা অফিসার ইনচার্জ মোঃ নিজাম উদ্দিন, পৌর কাউন্সিলর আফতাব উল্যাহ চৌধূরী ঝন্টু, পৌর কর্মকর্তা আখতার হোসেন, শিক্ষক প্রতিনিধি অধ্যাপক জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান রুহুল আমিন, উপজেলা ইসলামী ফাউন্ডেশনের সুপারভাইজার মাও. জুলফিকার হাসান মুরাদ প্রমুখ।

এছাড়াও প্রতিবাদ সমাবেশে উপজেলা ভাইস চেয়ারম্যান পড়শী সাহা, সহকারী কমিশনার (ভূমি) উজালা রানী চাকমাসহ প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com