রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৯:১৩ অপরাহ্ন

মিরপুর বাজার ব্যকস নির্বাচন: সভাপতি শামছুল হক সেক্রেটারি আতর আলী

নিজস্ব প্রতিবেদক: ​উৎসবমুখর এবং শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে মিরপুর বাজার চৌমুহনী ব্যবসায়ী কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৫। রবিবার সকাল থেকে বিরতিহীনভাবে বিকাল ৪ টা পর‌্যন্ত ভোটগ্রহণ শেষে রাতে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার মো: মাহবুবুর রহমান।

​ঘোষিত ফলাফল অনুযায়ী, বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রাপ্ত ভোটের হিসাব নিচে তুলে ধরা হলো:

সভাপতি: শামসুল হক মাস্টার: ২৬২ ভোট (নির্বাচিত)।
​মো: মোতাব্বির হোসেন: ৮৫ ভোট।

​সহ-সভাপতি:
​ফরিদ আহমেদ: ২৬০ ভোট (নির্বাচিত)
​মো: আবিদ আলী: ১২৪ ভোট
​রতন কর: ৭২ ভোট
​বাতিল ভোট: ০১টি

​সাধারণ সম্পাদক:
​মো: আনোয়ার হোসেন (আতর আলী): ১৮৬ ভোট (নির্বাচিত)
​মো: কদর আলী: ১৬১ ভোট

​সাংগঠনিক সম্পাদক:
​মো: আলমগীর মিয়া: ১২৫ ভোট (নির্বাচিত)
​মো: হায়দার খাঁন: ৭৪ ভোট
​মো: মিজানুর রহমান: ৬২ ভোট
​মো: ইউনুছ মিয়া: ৬১ ভোট
​মো: ওয়াহিদ মিয়া: ৫০ ভোট
​মো: লুৎফুর রহমান: ০৪ ভোট
​বাতিল ভোট: ০১টি

​অর্থ সম্পাদক:
​মো: বাচ্চু মিয়া: ১৮৬ ভোট (নির্বাচিত)
​হারুন অর রসিদ: ১৬০ ভোট
​বাতিল ভোট: ০১টি

​প্রচার সম্পাদক:
​সজিব আলী (রাজিব): ১৬৪ ভোট (নির্বাচিত)
​মো: আল আমিন: ১২৬ ভোট
​মো: নূরুল ইসলাম: ৬০ ভোট

​ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন সাধারণ ব্যবসায়ীরা। প্রিজাইডিং অফিসার মো: মাহবুবুর রহমান জানান, অত্যন্ত স্বচ্ছ এবং সুন্দর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সর্বমোট ৩৪৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com