রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৯:১৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: উৎসবমুখর এবং শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে মিরপুর বাজার চৌমুহনী ব্যবসায়ী কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৫। রবিবার সকাল থেকে বিরতিহীনভাবে বিকাল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে রাতে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার মো: মাহবুবুর রহমান।
ঘোষিত ফলাফল অনুযায়ী, বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রাপ্ত ভোটের হিসাব নিচে তুলে ধরা হলো:
সভাপতি: শামসুল হক মাস্টার: ২৬২ ভোট (নির্বাচিত)।
মো: মোতাব্বির হোসেন: ৮৫ ভোট।
সহ-সভাপতি:
ফরিদ আহমেদ: ২৬০ ভোট (নির্বাচিত)
মো: আবিদ আলী: ১২৪ ভোট
রতন কর: ৭২ ভোট
বাতিল ভোট: ০১টি
সাধারণ সম্পাদক:
মো: আনোয়ার হোসেন (আতর আলী): ১৮৬ ভোট (নির্বাচিত)
মো: কদর আলী: ১৬১ ভোট
সাংগঠনিক সম্পাদক:
মো: আলমগীর মিয়া: ১২৫ ভোট (নির্বাচিত)
মো: হায়দার খাঁন: ৭৪ ভোট
মো: মিজানুর রহমান: ৬২ ভোট
মো: ইউনুছ মিয়া: ৬১ ভোট
মো: ওয়াহিদ মিয়া: ৫০ ভোট
মো: লুৎফুর রহমান: ০৪ ভোট
বাতিল ভোট: ০১টি
অর্থ সম্পাদক:
মো: বাচ্চু মিয়া: ১৮৬ ভোট (নির্বাচিত)
হারুন অর রসিদ: ১৬০ ভোট
বাতিল ভোট: ০১টি
প্রচার সম্পাদক:
সজিব আলী (রাজিব): ১৬৪ ভোট (নির্বাচিত)
মো: আল আমিন: ১২৬ ভোট
মো: নূরুল ইসলাম: ৬০ ভোট
ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন সাধারণ ব্যবসায়ীরা। প্রিজাইডিং অফিসার মো: মাহবুবুর রহমান জানান, অত্যন্ত স্বচ্ছ এবং সুন্দর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সর্বমোট ৩৪৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।