বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: ১৯৭১ সালে এই দিনে পাকবাহিনীর পুতে রাখা মাইন বিস্ফোরনে ২৪ জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। এই ২৪ জন মুক্তিযোদ্ধাদের স্মরণে স্থাপিত নাম ফলকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
রোববার ( ২০ ডিসেম্বর) সকালে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে মাইন বিস্ফোরনে শহীদ মুক্তিযোদ্ধার নাম ফলকের সম্মুখে পতাকা উত্তোলন করেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা নিবেন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
পরে পৃথক পৃথক ভাবে মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি নেছার আহমদ, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার জামাল উদ্দিন, পৌর কাউন্সিলর মনবীর রায় মঞ্জুসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শহীদদের নাম ফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
৭১ সালে এই দিনে পাকবাহিনীকে হটিয়ে বিজয়ের ৪ দিনের মাতায় যখন মুক্তিযোদ্ধারা বাড়ীতে ফেরার উদ্দ্যেশে জড়ো হতে থাকেন মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মুক্তিযোদ্ধা ক্যা¤েপ। হঠাৎ পাক বাহিনীর পুতে রাখা মাইন বিস্ফোরণে কেঁপে উঠে বিদ্যালয় প্রাঙ্গন। এ ঘটনায় ২৪ জন মুক্তিযোদ্ধা মারা যান। এরপর থেকে দিনটিকে স্থানীয় শহীদ দিবস হিসেবে পালন করেন মৌলভীবাজারবাসী।
এছাড়া শহীদদের স্বরণে স্মৃতিচারন, কবিতা পাঠের আসর ও সাস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বিভিন্ন সংগঠন।