বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ১০:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে মার্জ হচ্ছে না অন্যকোনো বিভাগ সাবেক তিন গভর্নর ও ছয় ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে চুনারুঘাট প্রেসক্লাবের মানববন্ধন ঘোষণাপত্রে ছাড় দিয়েছি, জুলাই সনদে একটুও ছাড় নয়: নাহিদ চুনারুঘাটে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে অভিজ্ঞতা সনদ ও চেক বিতরণ মুক্তিযোদ্ধার স্ত্রী মানবেতর জীবন, ন্যায়বিচারের আকুতি শাকিব কি সত্যিই ‘মেজর সিনহা’ হচ্ছেন? মেসিকে ছাড়াই বড় হার ইন্টার মায়ামির, অরল্যান্ডোর কাছে ৪-১ ব্যবধানে পরাজয় অধ্যাপক ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা দিল মালয়েশিয়া

শায়েস্তাগঞ্জে মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষ, আহত ২৫

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে বাস-ট্রাক ও মোটর সাইকেলের ত্রিমুখী সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। শুক্রবার (১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলার নুরপুর ইউনিয়নের কাঠালতলী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

এ ঘটনায় দীর্ঘ একঘন্টা ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকার পর রাত সাড়ে ৭ টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।

জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি গরুবাহী ট্রাক ঢাকা-সিলেট মহাসড়কের কাঠালতলী নামক স্থানে পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় শায়েস্তাগঞ্জগামী একটি মোটর সাইকেলও ট্রাকের পিছনে এসে ধাক্কা লাগে। এতে বাস-ট্রাক ও মোটর সাইকেলের ২৫ যাত্রী আহত হন। এসময় মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে পাঠায়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাঈনুল ইসলাম। গুরুতর আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com