বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১১:৩০ অপরাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবলে সরকারি খাল ভরাট করে মাটি পাচারের দায়ে এক ব্রিক ফিল্ড মালিককে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার (২৪ জানুয়ারি) উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের বিহারিপুর (খোঁজারগাও) এলাকায় শাপলা ব্রিক ফিল্ড নামের এক প্রতিষ্ঠান খাল ভরাট করে মাটি পাচারকালে এ অভিযান পরিচালনা করা হয়। বাহুবল উপজেলা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুকদার উক্ত অভিযান পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিহারিপুর (খোঁজারগাও) এলাকায় সরকারি খাল ভরাট করে মাটিবাহী ট্রাক্টর চলাচলের রাস্তা তৈরী করে মাটি প্রাচারকালে শাপলা ব্রিক ফিল্ডের মালিক বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০২১ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও দ্রুত সময়ের মধ্যে মাটি অপসারণ পূর্বক খালটি পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশনা প্রদান করা হয়।