রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:২২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জে ১৪৬০ চা শ্রমিক পরিবারকে এককালিন সরকারি অনুদান প্রদান করা হয়েছে। প্রতিটি পরিবারকে ৫ হাজার টাকা করে মোট ৭৩ লক্ষ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।
রোববার ( ২৪ জানুয়ারি) দুপুরে কমলগঞ্জ সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা সমাজসেবা অধিদপ্তর কতৃক আয়োজিত সমাজসেবা কতৃক বাস্তবায়িত চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের লক্ষে অনুদান বিতরনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানের চেক বিতরণ করেন সাবেক চিপ হুইপ উপাধ্যক্ষ ড.মো. আব্দুস শহীদ এমপি।
অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আশেকুল হক, কমলগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল সহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী ও উপজেলার রহিমপুর ইউনিয়ন মৃর্ত্তিঙ্গা চা বাগান, শমশেরনগর চা বাগান, কমলগঞ্জ সদর ইউনিয়ন, ফুলবাড়ী চা বাগানের উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।