মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৬:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে মরহুম মকসুদ আহমেদ লেবু’র স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কবরস্থান নিয়ে বিরোধ; হামলার ঘটনায় এক ব্যক্তি নিহত মিরপুর দি হোপ স্কুলে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনার গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না এ সপ্তাহে

প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে শ্রীমঙ্গলে আনন্দ র‌্যালি

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মুজিবশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সারা দেশে ৬৬হাজার ১শ’ ৭৯টি ভূমিহীন পরিবারে ঘর সহ জমি প্রদান ও ৩ হাজার ৭শ’ ১৫টি পরিবারকে জমিসহ ব্যারাকে পুনর্বাসন করায় বুধবার ( ২৭জানুয়ারী) বিকেল ৫টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আনন্দ র‌্যালি বের করে শ্রীমঙ্গল ছাত্রলীগ।

এ কর্মসুচীর আওতায় শ্রীমঙ্গল উপজেলায় ৩শ’ ভূমিহীন পরিবারকে সরকারি খাস জমিতে ঘর ও জমি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। ইতিমধ্যে প্রধানমন্ত্রী ঘর ও জমি প্রদান আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।

প্রধানমন্ত্রী উদ্বোধনের পরপরই শ্রীমঙ্গলের ৩শ’ গৃহের মধ্যে ১০০টি পরিবারের হাতে নতুন ঘর ও জমির দলিলপত্র তোলে দেন উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

আরো ২০০টি ঘরের কাজ চলমান। কাজ শেষ হলেই ঘর ও জমির দলিল প্রদান করা হবে।

আজকের আনন্দ মিছিলে শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ, কলেজ ছাত্রলীগ সহ আওয়ামী লীগের অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় আনন্দ র‌্যালীতে অংশ নেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ ছালিক আহমেদ, পৌর যুবলীগের সভাপতি আকবর হোসেন শাহীন, সহ সভাপতি ইমাম হোসেন সোহেল, সাধারণ সম্পাদক সালেহ আহমেদ চৌধুরী, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক শের জাহান সেজু, যুবলীগের কোষাধ্যক্ষ মনির মিয়া, শ্রীমঙ্গল পৌর ছাত্রলীগের খছরুল আহমেদ কয়েস, সাবেক কলেজ ছাত্রলীগের সভাপতি ও যুবলীগ নেতা সাবের আহমেদ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মসাহিদ আহমেদ, শ্রীমঙ্গল পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবেদ হোসেন, ভুনবীর ইউনিয়ন যুবলীগের সভাপতি বেলাল আহমেদ, সাইফুল, জাবেদ, যুবলীগ কর্মী রুমন আহমেদ, ছাত্রলীগ নেতা তছলিম আহমেদ, ইদ্রিস আলী, জাবেদ, ইমরান, শিমুল প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com