বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:৩২ অপরাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মুজিবশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সারা দেশে ৬৬হাজার ১শ’ ৭৯টি ভূমিহীন পরিবারে ঘর সহ জমি প্রদান ও ৩ হাজার ৭শ’ ১৫টি পরিবারকে জমিসহ ব্যারাকে পুনর্বাসন করায় বুধবার ( ২৭জানুয়ারী) বিকেল ৫টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আনন্দ র্যালি বের করে শ্রীমঙ্গল ছাত্রলীগ।
এ কর্মসুচীর আওতায় শ্রীমঙ্গল উপজেলায় ৩শ’ ভূমিহীন পরিবারকে সরকারি খাস জমিতে ঘর ও জমি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। ইতিমধ্যে প্রধানমন্ত্রী ঘর ও জমি প্রদান আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।
প্রধানমন্ত্রী উদ্বোধনের পরপরই শ্রীমঙ্গলের ৩শ’ গৃহের মধ্যে ১০০টি পরিবারের হাতে নতুন ঘর ও জমির দলিলপত্র তোলে দেন উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
আরো ২০০টি ঘরের কাজ চলমান। কাজ শেষ হলেই ঘর ও জমির দলিল প্রদান করা হবে।
আজকের আনন্দ মিছিলে শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ, কলেজ ছাত্রলীগ সহ আওয়ামী লীগের অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় আনন্দ র্যালীতে অংশ নেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ ছালিক আহমেদ, পৌর যুবলীগের সভাপতি আকবর হোসেন শাহীন, সহ সভাপতি ইমাম হোসেন সোহেল, সাধারণ সম্পাদক সালেহ আহমেদ চৌধুরী, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক শের জাহান সেজু, যুবলীগের কোষাধ্যক্ষ মনির মিয়া, শ্রীমঙ্গল পৌর ছাত্রলীগের খছরুল আহমেদ কয়েস, সাবেক কলেজ ছাত্রলীগের সভাপতি ও যুবলীগ নেতা সাবের আহমেদ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মসাহিদ আহমেদ, শ্রীমঙ্গল পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবেদ হোসেন, ভুনবীর ইউনিয়ন যুবলীগের সভাপতি বেলাল আহমেদ, সাইফুল, জাবেদ, যুবলীগ কর্মী রুমন আহমেদ, ছাত্রলীগ নেতা তছলিম আহমেদ, ইদ্রিস আলী, জাবেদ, ইমরান, শিমুল প্রমুখ।