রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:৫৯ পূর্বাহ্ন
তরফ নিউজ ডেস্ক : স্পিন চতুষ্টয় নিয়ে শুরু করা ম্যাচের তৃতীয় সকালে বাংলাদেশ হয়ে গেল স্পিন ত্রয়ীর দল। ঊরুর চোটে দর্শক হয়ে রইলেন স্পিনারদের শিরোমণি সাকিব আল হাসান। তবে ক্যারিবিয়ানদের ভোগালেন বাকি তিন জন। মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও নাঈম হাসান মিলে দলকে এনে দিলেন বড় লিড।
চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে তৃতীয় সেশনের শুরুর দিকে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে অলআউট ২৫৯ রানে। বাংলাদেশের লিড ১৭১ রানের।
ব্যাটিংয়ে দুর্দান্ত সেঞ্চুরির পর বল হাতেও বাংলাদেশের সফলতম বোলার মিরাজ। এই অফ স্পিনারের শিকার ৪ উইকেট। তাইজুল ও নাঈমের শিকার দুটি করে।
সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ ১ম ইনিংস: ৪৩০
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: (আগের দিন ৭৫/২) ৯৬.১ ওভারে ২৫৯ (ব্র্যাথওয়েট ৭৬, বনার ১৭, মেয়ার্স ৪০, ব্ল্যাকউড ৬৮, জশুয়া ৪২, কর্নওয়াল ২, রোচ ০, ওয়ারিক্যান ৪, গ্যাব্রিয়েল ০*; মুস্তাফিজ ১৫-৪-৪৬-২, সাকিব ৬-১-১৬-০, মিরাজ ২৬-৯-৫৮-৪, তাইজুল ৩৩.১-১১-৮৪-২, নাঈম ১৬-১-৫৪-২)।