শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

মৃত্যুর আড়াই বছর পর কবর থেকে মৃতদেহ উত্তোলন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মতিগঞ্জ এলাকার মাষ্টার গোলাম মোস্তফা রাজা মিয়ার মৃতদেহ মৃত্যুর আড়াই বছর পর কবর থেকে ময়না তদন্তের জন্য উত্তোলন করা হয়েছে।

মঙ্গলবার (৯ ফ্রেব্রুয়ারি) দুপুরে আদালতের নির্দেশ অনুযায়ী নির্বাহী ম্যাজিষ্টেট সানজিদা রহমানের উপস্থিতিতে মৃতদেহ উত্তলোন করা হয় ।

এসময় উপস্থিত ছিলেন আশিদ্রোন ইউনিয়নের চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন জহর , পুলিশ অফিসার মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ আলমগীর।

মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ আলমগীর জানান, গোলাম মোস্তফা রাজা মিয়ার ছেলে গোলাম মুরসালিন রাজা তার বাবাকে হত্যা করা হয়েছে মর্মে তার সৎ মা সহ আরো ৫ জনকে আসামী করে মৌলভীবাজার জর্জ আদালতে মামলা দায়ের করেন। তার আবেদনের প্রেক্ষিতে দুপুরে কবর থেকে মৃতদেহ মনয়া তদন্তের জন্য উত্তোলন করা হয়েছে ।

উলেখ্য জীবদ্দশায় মাষ্টার গোলাম মোস্তফা রাজা মিয়া শ্রীমঙ্গলের ধনাঢ্য, শিক্ষা অনুরাগী ও সমাজ সেবক ব্যাক্তি ছিলেন, একি সাথে দানবীর হিসেবে তিনি পরিচিত ছিলেন সর্বত্র।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com