রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

`টিকা নিতে গ্রামের মানুষকে উৎসাহিত করতে হবে‍‍‍‍`

তরফ নিউজ ডেস্ক: করোনা টিকা নিতে গ্রামের মানুষদের উতসাহিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের প্রতি নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, “প্রতিটি মানুষ যেন করোনার টিকা পায় সেজন্য গ্রামের মানুষদের উদ্বুদ্ধ করতে হবে। এই দায়িত্ব বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের নিতে হবে।”

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি’র একাডেমিতে বাহিনীটির ৪৯তম জাতীয় সমাবেশে তিনি এ কথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।

মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, বাল্যবিবাহসহ সমাজের ব্যাধিগুলো দূর করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে বিশেষ ভুমিকা পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি অর্জনে আনসার বাহিনীর ভুমিকা রয়েছে। ১৯৭১ সালের ৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন সবাইকে স্বাধীনতা সংগ্রামে ঝাপিয়ে পড়ার আহ্বান জানান, তখন তারা মুক্তির সে সংগ্রামে অংশ নেন। শুধু তা-ই নয়, তারা মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ও অস্ত্রও দেন।”

শেখ হাসিনা আরো বলেন, “২০১৪ সালে নির্বাচন ঠেকানোর নামে বিএনপি-জামায়াত যখন আগুন জ্বালিয়ে মানুষ হত্যা করে, রেললাইন তুলে মানুষ হত্যার চেষ্টা করে, সে পরিস্থিতি মোকাবিলায় আনসার-ভিডিপি সদস্যদের মোতায়েন করা হয়। তারা তখন সফলভাবে এ অগ্নিসন্ত্রাস মোকাবিলা করেন।”

অনুষ্ঠানে বীরত্তোপূর্ণ অবদানের জন্য আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের বিশেষ পদকে ভুষিত করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com