মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৮:২২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জে ইট মাপে কম হওয়ায় ৩ টি ভাটাকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (২ মার্চ) দুপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ জেলার সহকারী পরিচালক জনাব দেবানন্দ সিনহার নেতৃত্বে সদর ও বাহুবল উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব দেবানন্দ সিনহা কর্তৃক ইটের মাপে কম থাকায় বাহুবল উপজেলার নিউ সুজাত ব্রিকস কে চল্লিশ হাজার ও নিউ মেট্রো ব্রিকস কে পঞ্চাশ হাজার টাকা এবং সদর উপজেলার এন আর বি ব্রিকস কে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় ।
অভিযানে সহযোগিতা করেন র্যাব-৯, সিপিসি-১, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ ও জেলা বাজার কর্মকর্তা জনাব ইকবাল আশরাফ খান।