সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:৩৫ অপরাহ্ন
তরফ নিউজ ডেস্ক: আজ বৃহস্পতিবার ১৪৪২ হিজরির ২৬ তারিখের দিবাগত রাতে প্রার্থণার মধ্য দিয়ে পালিত হবে পবিত্র শবে মেরাজ বা লাইলাতুল মিরাজ।
বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মেরাজে গমন করেছিলেন। ঐতিহাসিক স্মৃতিবিজড়িত এই দিনটিকে যথাযথ মর্যাদা দিতে রাতভর প্রার্থণা করেন ধর্মপ্রাণ মুসলিমরা। দিবাগত রাত থেকে প্রার্থণার মধ্য দিয়ে শুরু হবে পবিত্র এ শবে মেরাজ।
লাইলাতুল মিরাজ বা মিরাজের রাতকে শবে মেরাজ হিসেবে ধরা হয়। গত ১৪ ফেব্রুয়ারি রোববার রজব মাস গণনা শুরু হয়। সেই অনুযায়ী, ১১ মার্চ বৃহস্পতিবার হচ্ছে রজব মাসের ২৬ তারিখ।
ইসলাম ধর্ম মতে, মহানবী হজরত মুহাম্মদ (সা.) নবুওয়াত প্রাপ্তির একাদশ বছরের (৬২০ খ্রিস্টাব্দ) রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাতে হজরত জিবরাইল (আ.)-এর সঙ্গে বোরাকে চড়ে পবিত্র কাবা থেকে বায়তুল মুকাদ্দাস হয়ে সপ্তম আকাশের উপর আরশে আজিমে আল্লাহর দিদার লাভ করেন। এ রাতেই দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ মুসলিমদের জন্য নিয়ে আসেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)।
যথাযথ ধর্মীয় মর্যাদায় দেশের বিভিন্ন স্থানেও পালিত হবে পবিত্র শবে মেরাজ। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ শবে মেরাজের রাতে দোয়া ও মোনাজাতের আয়োজন করছে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে।
এছাড়াও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মুশফিকুর রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার (১১ মার্চ) বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ‘মিরাজুন্নবী (সা.)’-এর গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।
এছাড়া দেশের সব মসজিদে মিলাদ মাহফিল, নফল নামাজ আদায়, কুরআন তেলাওয়াতসহ সারারাত ইবাদত-বন্দেগি করবেন মুসলমানরা।