সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৬:৩৪ অপরাহ্ন
মোঃ জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ): চুনারুঘাট উপজেলার ৬নং চুনারুঘাট ইউপির শাইলগাছ গ্রামে অনুষ্ঠিত হয়েছে ঘোড়দৌড় প্রতিযোগিতা। শনিবার (১৩ মার্চ) দিন ব্যাপী এই ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ঘোড়দৌড় প্রতিযোগিতায় অন্যতম আকর্ষণ ছিলো যশোরের প্রতিযোগী ছোট্ট সোনিয়া৷ দিনব্যাপী প্রতিযোগিতায় শতাধিক ঘোড়া টপকে সোনিয়া তার স্বাক্ষর রেখেছে সাফল্যের। ইতোমধ্যে সোনিয়ার ছবিটি ফেসবুক অঙ্গনে বেশ ভাইরাল হয়েছে।
পুরুষতান্ত্রিক সমাজে নারীদের অংশগ্রহণমূলক এমন একটি পরিবেশ ইতিবাচকভাবেই নিচ্ছেন সবাই৷ ছোট্ট সোনিয়ার সাফল্যে বাহবা দিচ্ছেন সকলেই।
ঘোড়দৌড় প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, উপজেলা আওয়ামীলীগের সাঃ সম্পাদক আবু তাহের, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মানিক সরকার সহ আরো অনেকেই। ঘোড়দৌড় প্রতিযোগিতায় আনুমানিক দশ থেকে পনের হাজার মানুষের সমাগম হয়েছে বলে জানিয়েছেন আয়োজক কমিটি।