রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৫ অপরাহ্ন

রক্তাক্ত মিয়ানমার, গুলিতে নিহত ৩৯

তরফ নিউজ ডেস্ক : ফের রক্তাক্ত হলো মিয়ানমারের রাজপথ। জান্তা সরকারবিরোধী বিক্ষোভে নির্বিচারে গুলি চালিয়েছে পুলিশ। এতে একদিনেই নিহত হয়েছেন ৩৯ জন। আহত হয়েছেন আরও অনেকে। সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর এই প্রথম পুলিশের গুলিতে এত মানুষের হতাহতের ঘটনা ঘটে।

বিবিসি জানিয়েছে, মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াংগনের হ্লাইং থারিয়ার এলাকায় পুলিশ বিক্ষোভকারীদের দিকে গুলি ছুড়েছে। বিক্ষোভকারীরা এদিন লাঠি ও ছুরি নিয়ে প্রতিবাদে যোগ দিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, রোববার হ্লাইং থারিয়ার এলাকায় বিক্ষোভের ভিডিওতে নিরাপত্তা বাহিনীর মুখোমুখি বিক্ষোভকারীদের অনেককে সঙ্গে ঘরে বানানো ঢাল আর হেলমেট দেখা গেছে। পুরো এলাকা ছেয়ে ছিল কালো ধোঁয়ার আস্তরণে।

সেখানে দুটি কারখানায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলেও স্থানীয় সংবাদমাধ্যমে খবর এসেছে।
উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি সেনাবাহিনী ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমারে আন্দোলন অব্যাহত রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com