শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:৫৩ পূর্বাহ্ন
শফিকুল ইসলাম রুম্মন, নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় দৈনিক পত্রিকা ভোরের কাগজের ৩০ বছরে পদার্পণ উপলক্ষে গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ৷ মঙ্গলবার (১৬মার্চ) সন্ধ্যায় টি হ্যাভেন রিসোর্টে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ৷
ডা. হরিপদ রায়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত ৷ অতিথি হিসেবে ছিলেন, নজরুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসূরুল হক, অধ্যাপক মোকেশ দেব, মুয়িজুর রহমান, আবু সিদ্দিক মোহাম্মদ মুসা, উপজেলা আ’লীগের সহ-সভাপতি চেমন আনাম চৌধুরী, সাধারণ সম্পাদক সহিদ হোসেন ইকবাল৷
উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আকরাম খান, এনাম হোসেন চৌ: মামুন, সহকারি অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী, পৌর যুবলীগের সভাপতি আকবর হোসেন শাহীন, দেবব্রত দত্ত হাবুল, ভোরের কাগজ প্রতিবেদক ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী প্রমুখ ৷
এসময় প্রধান অতিথি ভোরের কাগজ পত্রিকার পক্ষ থেকে ৩জন গুণী ব্যাক্তিদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করেন ৷ গুনীজনরা হলেন লেখক, কবি ও সুরকার এ কে আনাম ( মরনোত্তর) আবু সুলতান মোহাম্মদ ইদ্রিস লেদু ও প্রধান শিক্ষক জহর তরফদার ৷
সঞ্চালনায় ছিলেন, অধ্যাপক অবিনাশ আচার্য্য ৷ অনুষ্ঠান শেষে টিচার্স কালচারাল ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত হয় এক মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান ৷