সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:৩৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: সারাদেশের ন্যায় মৌলভীবাজার জেলায় করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ও করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকারি ও বেসরকারি প্রতিষ্টনগুলো মানুষকে সচেতন করে তোলতে মাঠে কাজ করছে।
মঙ্গলবার (২৩ মার্চ) সকালে জেলার বড়লেখা উপজেলায় করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয় কর্তৃক প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. আল-আমিন এর নেতৃত্বে বড়লেখার জেলা পরিষদ মার্কেট, মাধবকুন্ড, কাঠালতলী রোড ও মাধবকুন্ডের আশেপাশে বাজার তদারকি কার্যক্রমের পাশাপাশি করোনা ভাইরাস মোকাবেলায় সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়। এ সময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, হোটেল, পথচারী ও পযটকদের মাঝে মাঝে মাস্ক বিতরণ করা হয় ।
গত কয়েকদিনে হঠাৎ করোনার প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং সবাইকে সমাজিক দুরত্ব বাজায় রাখাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. আল-আমিন জানান, বাজার মনিটরিং এর পাশাপাশি করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতামূলক প্রচারণা ও বিনামূল্যে মাস্ক বিতরণ কর্মসূচি অব্যহত থাকবে।