শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৮:২৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের চুনারুঘাটে অবৈধ বালুর বিরুদ্ধে ভ্রামামান আদালত পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৪.০০ ঘটিকা থেকে সন্ধ্যা ৭.০০ ঘটিকা পর্যন্ত চুনারুঘাট উপজেলার ৮নং সাটিয়াজুরী ইউনিয়নের দারাগাঁও চাবাগানের নিকস্থ অ-ইজারাকৃত জমি ও নালা হতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে প্রায় ২৫টি ড্রেজার মেশিন এবং প্রায় ২৫শ’ মিটার পাইপ বিনষ্ট করা হয় । একই সময় ঘটনাস্থল থেকে প্রায় ৩৪ হাজার ৫ শ’ ঘনমিটার সিলিকা বালু জব্দ করে স্থানীয় প্রতিনিধির জিম্মায় রাখা হয়। এ সময় বালু খেকুদের প্রধান দারাগাঁও গ্রামের পুতুল মিয়ার পুত্র কাউসার পালিয়ে যায়। অভিযান পরিচালনা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সত্যজিত রায় দাশ।
ভ্রাম্যমান আদালতের অভিযানে সহযোগিতা করেন সাটিয়াজুরী ইউনিয়নের চেয়ারম্যান, মোঃ আব্দুর রশিদ, সাটিয়াজুরী ইউপি এবং চুনারুঘাট থানার পুলিশের একটি দল।
চুনারুঘাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকলকে অবৈধভাবে বালু উত্তোলন থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ। বালু খেকুদের ধরিয়ে দিতে তিনি অনুরোদ জানান।