শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৬:৩৪ পূর্বাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকারের স্বাস্থ্যবিধি সম্পর্কিত ১৮ নির্দেশনা মেনে চলতে জনসাধারণকে অবগত করতে প্রচারণা চালিয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৩০ মার্চ) সকালে শহরে মাইকযোগে এ প্রচারণা চালানো হয়। এর আগে মঙ্গবার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়কে উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করেন।
এসময় সহকারি কমিশনার (ভূমি) মো. নেছার উদ্দিন, উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা অফিসার ডা. সাজ্জআদ হোসেন চৌধুরী ও শ্রীমঙ্গল থানা প্রশাসন প্রচারণায় অংশ নেন। জনগণের মধ্যে সরকারের নতুন করে ১৮ বিধি নির্দেশনার বিষয়ে অবগত ও শহরে মাস্কবিহীন চলাচলকারীর মাঝে মাস্ক বিতরন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম জানান, স্বাস্থ্যবিধি মেনে চলতে প্রশাসন আরো কঠোর হবে। মাস্ক পরা শতভাগ নিশ্চিত করতে উপজেলা প্রশাসন আরো জোরালো প্রদক্ষেপ নিবে।