শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৬:৪৩ পূর্বাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজার জেলা করোনাভাইরাস ঝুকিঁর শীর্ষ স্থানে থাকায় প্রশাসনের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে, চালানো হচ্ছে সচেতনতামূলক প্রচারণা। স্বাস্থ্যবিধি না মানায় পরিচালিত হচ্ছে ভ্রাম্যমাণ আদালতের। নির্দেশ অমান্য করায় দেয়া হচ্ছে অর্থদন্ড।
শুক্রবার ( ২এপ্রিল ) সন্ধ্যা সাতটায় জেলা প্রশাসনের উদ্যোগে স্বাস্থ্যবিধি প্রতিপালন এবং সন্ধ্যা ৭টার পর দোকানপাট বন্ধ নিশ্চিতে পরিচালিত হয় ভ্রাম্যমাণ আদালত। স্বাস্থ্যবিধি অমান্য ও জেলা প্রশাসনের নির্দেশ না মানায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্টানকে ১৮টি মামলায় ১২ জাহার একশত পচাত্তর টাকা টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের নির্দেশনা এবং বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানার সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। এ সময় করোনা ভাইরাস সংক্রমণ ঝুঁকি কমাতে সন্ধ্যা ৭ টার পর দোকান বন্ধ না রাখা ও স্বাস্থ্যবিধি না মানার কারণে ব্যক্তি ও প্রতিষ্টনকে ১৮টি মামলায় অর্থদন্ড দেওয়া হয়।
র্যাব-৯ এর একটি টিমের সহায়তায় ভ্রামামমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সুনজিত কুমার চন্দ এবং জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলাম, মোঃ রুহুল আমিন, মোঃ তানভীর হোসেন, মোঃ রফিকুল ইসলাম, এবং অর্ণব মালাকার।