বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১১:২৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারের হাটবাজার সুপার শপকে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করায় জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ।
মঙ্গলবার (১৩ এিেপ্রল) একজন ভোক্তার অভিযোগের পরিপেক্ষিতে এই প্রতিষ্টানটিকে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করার দায়ে জরিমানা করা হয়।
ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল-আমিন জানান, পণ্যের গাঁয়ে খুচরা বিক্রিয় মূল্য লেখা ছিলো চারশ টাকা এই পণ্যটির মূল্য ক্রেতা ৪শ ২৫টাকা দিয়ে ক্রয় করেন। ঐ ভোক্তা হাটবাজার সুপার শপের বিরোদ্ধে অতিরিক্ত দাম নেওয়ায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার অফিসে অভিযোগ দায়ের করেন।
ভোক্তা অদিকার সংরক্ষণ অফিস অভিযোগটি আমলে নিয়ে বিষয়টি নিষ্পত্তির লক্ষে মৌলভীবাজার জেলা কার্যালয়ে বাদী সৈয়দ উসামা ও বিবাদী হাটবাজার সুপার শপের মালিক জাহেদুল করিমকে নিয়ে শুনানী অনুষ্টিত হয় । হাটবাজার সুপার শপের মালিক ভোক্তার অভিযোগ স্বীকার করে নেন।
অভিযোগটির সত্যতার প্রেক্ষিতে সার্বিক দিক বিবেচনা করে হাটবাজার সুপার শপকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আইন অনুযায়ী জরিমানার ২৫ভাগ অভিযোগ দায়েরকারী ভোক্তা সৈয়দ উসামাকে প্রদান করা হয়।