বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পিঠা মেলাকে ঘিরে সানশাইন ক্যাম্পাসে নবীন-প্রবীন-নারী-শিশুর মিলনমেলা বাহুবলের মিরপুরে দি হোপ শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাহুবলের পুটিজুরীতে আলোর দিশারী শিক্ষাবৃত্তি পরীক্ষা সম্পন্ন নতুন আইজিপি বাহারুল আলম সড়কে বাকবিতণ্ডার জেরে সাবেক এমপির ‘ফাঁকা গুলি’, মারধর করে পুলিশে সোপর্দ আগাম নির্বাচনে ক্ষমতায় আসবে বিএনপি, কিন্তু… : আইসিজি বাহুবলে বহু কাঙ্খিত স্মার্ট কার্ড বিতরণের সিডিউল ঘোষণা বাহুবলে মা মেয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি বাহুবলের বিশিষ্ট সাংবাদিক মাওলানা নূরুল আমিন-এর মাতৃ বিয়োগ বাহুবলে মরহুম মকসুদ আহমেদ লেবু’র স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ঢাকায় রাত ৯টা পর্যন্ত দোকান-শপিং মল খোলা থাকবে

তরফ নিউজ ডেস্ক: ঢাকায় স্বাস্থ্যবিধি মেনে দোকান ও শপিং মল খোলা রাখার সময় রাত ৯টা পর্যন্ত বাড়ানো হয়েছে। আগামীকাল থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, শপিং মল দোকান খোলার সময় বাড়ানোর সিদ্ধান্ত সরকারের। আমরা বিষয়টি নিয়ে দোকান মালিক নেতাদের সঙ্গে কথা বলেছি।

পুলিশের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশ দোকান মালিক সমিতর সভাপতি হেলাল উদ্দিন আজ সন্ধ্যায় রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখার সিদ্ধান্তের কথা জানান।

‘লকডাউন’ ঘোষণার পর থেকেই দোকান মালিক সমিতি স্বাভাবিক সময়ের মতো ব্যবসা চালিয়ে যাওয়ার দাবি জানাচ্ছিল। সমিতি স্বাস্থ্যবিধি মেনে চলারও প্রতিশ্রুতি দিয়েছিল।

গত ১৪ এপ্রিল থেকে শুরু হওয়া ‘লকডাউনে’ দোকান ও বিপণি বিতান বন্ধের সিদ্ধান্ত ছিল। আগামী ২৮ এপ্রিল পর্যন্ত এই বিধিনিষেধ থাকলেও আজ বিকেল ৫টা পর্যন্ত দোকান খোলা রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছিল সরকার। বিধিনিষেধ শিথিলের একদিনের মাথায় দোকান খোলা রাখার সময় বাড়ানো হলো।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com