বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:২০ অপরাহ্ন
তরফ নিউজ ডেস্ক: ঢাকায় স্বাস্থ্যবিধি মেনে দোকান ও শপিং মল খোলা রাখার সময় রাত ৯টা পর্যন্ত বাড়ানো হয়েছে। আগামীকাল থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, শপিং মল দোকান খোলার সময় বাড়ানোর সিদ্ধান্ত সরকারের। আমরা বিষয়টি নিয়ে দোকান মালিক নেতাদের সঙ্গে কথা বলেছি।
পুলিশের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশ দোকান মালিক সমিতর সভাপতি হেলাল উদ্দিন আজ সন্ধ্যায় রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখার সিদ্ধান্তের কথা জানান।
‘লকডাউন’ ঘোষণার পর থেকেই দোকান মালিক সমিতি স্বাভাবিক সময়ের মতো ব্যবসা চালিয়ে যাওয়ার দাবি জানাচ্ছিল। সমিতি স্বাস্থ্যবিধি মেনে চলারও প্রতিশ্রুতি দিয়েছিল।
গত ১৪ এপ্রিল থেকে শুরু হওয়া ‘লকডাউনে’ দোকান ও বিপণি বিতান বন্ধের সিদ্ধান্ত ছিল। আগামী ২৮ এপ্রিল পর্যন্ত এই বিধিনিষেধ থাকলেও আজ বিকেল ৫টা পর্যন্ত দোকান খোলা রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছিল সরকার। বিধিনিষেধ শিথিলের একদিনের মাথায় দোকান খোলা রাখার সময় বাড়ানো হলো।