রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ০৫:২৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ : ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সংগ্রামী সভাপতি ফজলুর রহমান খোকনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুন) বিকেলে শহরের প্রাণকেন্দ্র আরডি হল থেকে জেলা ছাত্রদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে পথসভা অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আহাদ তুষারের পরিচালনায় প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর ছাত্রদলের আহ্বায়ক আল-আমিন সর্দার, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল খান, শেখ সোহেল আহমদ, সহ সাধারণ সম্পাদক হেলাল আহমেদ বাবু, রকিবুল ইসলাম হুমায়ুন, অলিউর রহমান হান্নান, বিমল চন্দ্র দাশ, মোঃ রুমন মিয়া, শিক্ষা ও পাঠ্য বিষয়ক সম্পাদক মোজাম্মেল হক নাহিদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রুপস আহমেদ, জেলা ছাত্রদলের সদস্য নূর উদ্দিন সাগর, আব্দুল মুমিন শাকিল, মোঃ তারেক মিয়া, বৃন্দাবন সরকারী কলেজ ছাত্রদলের আহ্বায়ক সফিকুল ইসলাম রুহেল, হবিগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাফায়েত রহমান খান তোয়া, আরো অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সৈয়দ সাদী, আব্দুল্লাহ সম্রাট, আালা উদ্দিন রানা, সাইফুল ইসলাম, পিচ্ছি হান্নান, আরিয়ান আহমেদ শিপন, টেডা জামান, হাবিব আহমেদ, রিয়াজ, সুমন মিয়া, রিংগন, কালা মিজান, স্বাধীন, শামীম, মোঃ আব্দুল গাফফার শান্ত প্রমুখ।
বক্তারা ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবী জানান অন্যতায় বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী করে দেন।