বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: সিলেট বিভাগের শ্রেষ্ট শুদ্ধাচার এর পুরস্কার পেয়েছেন মৌলভীবাজার জেলা প্রশাসক (ডিসি) মীর নাহিদ আহসান।
বৃহস্পতিবার (১০ জুন) বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান স্বাক্ষরিত এক সরকারি অফিস আদেশে শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা ২০১৭ মতে ২০২০-২১ অর্থবছরে পুরস্কার প্রদানে মনোনীত করে মৌলভীবাজার জেলা প্রশাসক নাহিদ আহসান শ্রেষ্ট জেলা প্রশাসক ঘোষনা করা হয়।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসান শুদ্ধাচার পুরস্কার প্রাপ্তিতে মৌলভীবাজার জেলা সহ সকল উপজেলা পর্যায়ের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীকে অভিনন্দন জানিয়েছেন।
তিনি বলেন, জেলা ও উপজেলা পর্যায়ের সকলকে নিয়ে দলগতভাবে কাজ করার ফলে এ পুরস্কার অর্জিত হয়েছে। তাই তিনি জেলা সহ সকল জেলা উপজেলার পর্যায়ের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীকে অভিনন্দন জানান। এবং এই শুদ্ধাচার পুরস্কার প্রাপ্তি আগামীতে আরো ভালো কাজ করার ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে বলে তিনি মনে করেন।