রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫০ পূর্বাহ্ন

বাহুবলে এসিআই গোদরেজ এগ্রোভেট কোম্পানিতে ডাকাতি

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে এসিআই গোদরেজ এগ্রোভেট প্রাইভেট লিমিটেড কোম্পানিতে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে ডাকাতদল তিন সিকিউরিটি গার্ডকে মারধোর করে আহত করে নগদ টাকাসহ অন্ততঃ ৮ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার বশিনা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবস্থিত কোম্পানির ডিপোতে এ ঘটনা ঘটে।

আহত সিকিউরিটি সদস্যরা হলেন- আজিজ (৩০), ইব্রাহিম (২৮) ও সুলতান (২৯)। তাদেরকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।

ভুক্তভোগী কোম্পানির ডিপো ইনচার্জ হেলাল উদ্দিন জানান, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে ১৭-১৮ জনের একদল ডাকাত সিকিউরিটি গার্ড আজিজ, সুলতান ও ইব্রাহিমকে মারধের করে হাত-পা বেঁধে গেইটের চারটি তালা ভেঙ্গে ডিপোর ভিতরে প্রবেশ করে প্রায় এক ঘন্টা তান্ডব চালিয়ে নগদ ৪ লক্ষ টাকা, ফ্রিজ, কম্পিউটার, সিসি ক্যামেরা ও ডিপোতে থাকা মুল্যবান জিনিষপত্রসহ আনুমানিক ৮ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে বীরদর্পে চলে যায়। পরে সিকিউরিটি গার্ডরা কোম্পানির কর্তৃপক্ষকে বিষয়টি জানালে তারা থানা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে সকালে বাহুবল-নবীগঞ্জ সার্কেল এএসপি আবুল খয়ের ও বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান বলেন, বিষয়টি ডাকাতি না অন্য কিছু আমরা খতিয়ে দেখছি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com