মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৩:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

মৌলভীবাজরে ১৩৬ জনকে ৮৬ হাজার টাকা অর্থদন্ড, সাময়িক আটক ১৫

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে লকডাউন ও কঠোর স্বাস্থ্যবিধি অমান্যের অপরাধে ১৩৬ জনকে ৮৬ হাজার ২০০ টাকার অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্মমাণ আদালত। এসময় আইন-শৃঙ্খলঅ বাহিনীর হাতে আটক হয়েছেন ১৫ জন।

সোমবার (১২ জুলাই) লকডাউন ও কঠোর স্বাস্থ্যবিধির ১২তম দিনে জেলা ব্যাপী জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন। এছাড়াও জেলা ও উপজেলায় আইন-শৃঙ্খলা বাহিনীর টহল ও নজরদারি অব্যহত রয়েছে।

মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানান, সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মৌলভীবাজার জেলার সকল উপজেলার বিভিন্নস্থানে আইন অমান্য করে শপিংমল, মার্কেট খোলা রাখা, গণপরিবহন ও সিএনজি চলাচল, স্বাস্থ্যবিধি না মেনে বাহিরে অবস্থান করায় ও নিষেধাজ্ঞা অমান্য করায় ১৩৬ ব্যক্তিকে অর্থদন্ড প্রদান ও ১৫ জন ব্যক্তি ও ৩৩ টি সিএনজি আটক করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com