সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১০:২৪ অপরাহ্ন
তরফ নিউজ ডেস্ক: করোনা টিকা নিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ সোমবার বিকেল চারটার দিকে মহাখালী শেখ রাসেল গ্যাস্ট্রলিভার হাসপাতালে তিনি টিকা নেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বিকেল সাড়ে তিনটার দিকে খালেদা জিয়া গুলশানের বাসভবন থেকে বের হন। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে, গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়। পরে, ২৭ এপ্রিল তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। 8 মে তার করোনা নেগেটিভ রিপোর্ট আসে।
এক মাসেরও বেশি সময় তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং এখনও তিনি চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন।