শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১০:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবল হাসপাতালের নতুন ব্যবস্থাপনা কমিটি প্রথম সভা বাহুবলে উপজেলা পরিষদ নির্বাচনের বাছাইয়ে দুই প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ বাহুবল উপজেলা পরিষদ নির্বাচনে ২০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল শিশুদের বিবাদের জেরে আজমিরীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩৫ দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর কেএনএফের প্রধান সমন্বয়ক বান্দরবানের বাসা থেকে গ্রেপ্তার ফেনীতে ট্রেন-ট্রাকের সংঘর্ষে নিহত ৬ ফিলিস্তিনি শিশু দিবস: গাজায় প্রতি ঘণ্টায় মরছে ৪ শিশু বাহুবলে বাংলা নববর্ষ ও ঈদ-উল-ফিতর উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা বাহুবল মডেল প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লাকসামে বাড়ছে করোনা আক্রান্তের সংখ‍্যা, এক গ্রামেই আটজন আক্রান্ত

আরিফুর রহমান স্বপন, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার লাকসামে গত ২৪ ঘন্টায় ১৯৫ টি নমুনার মধ‍্যে ৮৮টি নমুনার রিপোর্ট এসে পৌঁছেছে। এতে ১৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনা শনাক্তে পুরুষের তুলনায় মহিলার সংখ‍্যা রয়েছে বেশি।

লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আলমগীর হোসেন জানান, গত ২৪ ঘন্টায় লাকসামে নতুন করে ১৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ১’শ ৫০ জনে দাঁড়িয়েছে। বুধবার (১৮ আগষ্ট) উপজেলার বাকই ইউনিয়নের আশুরা গ্রামে করোনা আক্রান্ত হয়ে একজন মহিলা মৃত্যুবরণ করেছে। এ নিয়ে মোট ৩৮ জনের মৃত্যু হয়েছে।

এদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯০৩ জন। লাকসাম থেকে এ পর্যন্ত ৫ হাজার ৮’শ ২৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় লাকসাম পৌর এলাকার উত্তরকূল গ্রামে ৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে মহিলা ৬জন এবং পুরুষ ২জন। এছাড়াও পৌর এলাকার সাতবাড়িয়ায় (মহিলা) একজন, লাকসাম মেডিকেল সেন্টারে (মহিলা) একজন, পূর্ব লাকসামে (মহিলা) দুইজন, উত্তর লাকসামে (মহিলা) একজন, পশ্চিমগাঁওয়ে (মহিলা) একজন, উপজেলার নোয়াপাড়ায় (মহিলা) একজন, কৃষ্ণপুরে (পুরুষ) একজন, চন্দনায় (মহিলা) একজন এবং বাকইতে (মহিলা) একজন আক্রান্ত হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com