বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৭:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
নবিগঞ্জে সিএনজি রিফুয়েলিং স্টেশনে ভয়াবহ আগুন, ১০ গাড়ি ভস্মীভূত একাদশে ভর্তি : প্রথম ধাপের ফলে কলেজবঞ্চিত ২৫ হাজারের বেশি শিক্ষার্থী চুনারুঘাট সীমান্তে আটক ৩ বাংলাদেশি নাগরিককে ফেরত দিল বিএসএফ চুনারুঘাটে পৃথক অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ চারজন আটক ক্ষমতায় গেলে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগাবে বিএনপি: তারেক রহমান সামরিক বাহিনীর বিরুদ্ধে অপপ্রচার: সেনাপ্রধানের সতর্কবার্তা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ছাত্রদল নেতা হামিমের বিরুদ্ধে চলতি সপ্তাহেই ভোটের কর্মপরিকল্পনার খসড়া চূড়ান্ত করবে ইসি জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত চুনারুঘাট থানার ওসি নুর আলম চুনারুঘাটে গৃহবধূ হত্যার অভিযোগ স্বামী পলাতক, দুই নারী আটক

ইকরা টেকনিক্যাল ইনস্টিটিউটে ১৮০ জন ছাত্রছাত্রীকে সনদপত্র প্রদান

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: চুনারুঘাট ইকরা টেকনিক্যাল ইনস্টিটিউটের কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন কোর্স সম্পন্নকারী ১৮০ জন ছাত্র-ছাত্রীকে আনুষ্ঠানিক ভাবে সনদপত্র দেয়া হয়েছে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধিনে কম্পিউটার কোর্স সম্পন্ন করে চুড়ান্ত পরীক্ষায় অংশ নিয়ে এসব সনদ অর্জন করেছে।

এ উপলক্ষ্যে শনিবার সকালে প্রতিষ্ঠানের হলরুমে এক অনাড়ম্ভর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইকরা টেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জি: মোহাম্মদ ইসমাইল হোসেন বাচ্চু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের চুনারুঘাট উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও চুনারুঘাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সজল দাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মোঃ জামাল হোসেন লিটন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস ছামাদ, চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ কামরুল ইসলাম ।

অনুষ্ঠানে কোরআন থেকে তেলওয়াত করেন, হাফেজ তারেকুল ইসলাম ও গীতা পাঠ করেন ছাত্রী পুর্নিমা শুক্লবৈদ্য। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক শংকর শীল।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ইকরা টেকনিক্যাল ইনস্টিটিউটের সিনিয়র ইন্সট্রাক্টর জেসমিন সুলতানা। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, ইনস্ট্রাক্ট্রর নুরুল ইসলাম সুবেল,লিয়াকত আলী খান, জ্যোৎনা আক্তার, অফিস সহকারী আব্দুল্লাহ আল মামুন, মোঃ ফয়ছল আহমেদ এবং ছাত্রছাত্রীদের পক্ষে ইত্তেহারুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী ছাড়াও শিক্ষক, সাংবাদিক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা ইকরা টেকনিক্যাল ইনস্টিটিউটের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য যে, চুনারুঘাট ইকরা টেকনিক্যাল ইনস্টিটিউট ২০০০ সালে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর অধীনে চুনারুঘাট উপজেলা একমাত্র কম্পিউটার শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পায়। যার কোড নং- ৬৩০১৭। ২০১৩ সালে বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের ব্যানবেইস কর্তৃক ইন নাম্বার লাভ করে। যার ইন নং- ১৩৫৬৫১। প্রতি ৩ ও ৬ মাস মেয়াদী কম্পিউটার অফিস এপ্লিকেশন কোর্স শেষে চূড়ান্ত পরীক্ষায় অংশ নিয়ে এ প্রতিষ্ঠান থেকে বরাবরই এ প্লাস সহ শতভাগ পাশ করে আসছে। উক্ত প্রতিষ্ঠানে কম্পিউটার বিষয়ে জ্ঞান অর্জনের পাশাপাশি সনদপ্রাপ্ত হয়ে বিপুল সংখ্যক বেকার শিক্ষিত যুবক যুবতী আত্মকর্মসংস্থানের সুযোগ লাভ করছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com