শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০৬:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলের বিশিষ্ট সাংবাদিক মাওলানা নূরুল আমিন-এর মাতৃ বিয়োগ বাহুবলে মরহুম মকসুদ আহমেদ লেবু’র স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কবরস্থান নিয়ে বিরোধ; হামলার ঘটনায় এক ব্যক্তি নিহত মিরপুর দি হোপ স্কুলে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনার গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ

ইকরা টেকনিক্যাল ইনস্টিটিউটে ১৮০ জন ছাত্রছাত্রীকে সনদপত্র প্রদান

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: চুনারুঘাট ইকরা টেকনিক্যাল ইনস্টিটিউটের কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন কোর্স সম্পন্নকারী ১৮০ জন ছাত্র-ছাত্রীকে আনুষ্ঠানিক ভাবে সনদপত্র দেয়া হয়েছে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধিনে কম্পিউটার কোর্স সম্পন্ন করে চুড়ান্ত পরীক্ষায় অংশ নিয়ে এসব সনদ অর্জন করেছে।

এ উপলক্ষ্যে শনিবার সকালে প্রতিষ্ঠানের হলরুমে এক অনাড়ম্ভর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইকরা টেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জি: মোহাম্মদ ইসমাইল হোসেন বাচ্চু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের চুনারুঘাট উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও চুনারুঘাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সজল দাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মোঃ জামাল হোসেন লিটন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস ছামাদ, চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ কামরুল ইসলাম ।

অনুষ্ঠানে কোরআন থেকে তেলওয়াত করেন, হাফেজ তারেকুল ইসলাম ও গীতা পাঠ করেন ছাত্রী পুর্নিমা শুক্লবৈদ্য। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক শংকর শীল।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ইকরা টেকনিক্যাল ইনস্টিটিউটের সিনিয়র ইন্সট্রাক্টর জেসমিন সুলতানা। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, ইনস্ট্রাক্ট্রর নুরুল ইসলাম সুবেল,লিয়াকত আলী খান, জ্যোৎনা আক্তার, অফিস সহকারী আব্দুল্লাহ আল মামুন, মোঃ ফয়ছল আহমেদ এবং ছাত্রছাত্রীদের পক্ষে ইত্তেহারুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী ছাড়াও শিক্ষক, সাংবাদিক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা ইকরা টেকনিক্যাল ইনস্টিটিউটের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য যে, চুনারুঘাট ইকরা টেকনিক্যাল ইনস্টিটিউট ২০০০ সালে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর অধীনে চুনারুঘাট উপজেলা একমাত্র কম্পিউটার শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পায়। যার কোড নং- ৬৩০১৭। ২০১৩ সালে বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের ব্যানবেইস কর্তৃক ইন নাম্বার লাভ করে। যার ইন নং- ১৩৫৬৫১। প্রতি ৩ ও ৬ মাস মেয়াদী কম্পিউটার অফিস এপ্লিকেশন কোর্স শেষে চূড়ান্ত পরীক্ষায় অংশ নিয়ে এ প্রতিষ্ঠান থেকে বরাবরই এ প্লাস সহ শতভাগ পাশ করে আসছে। উক্ত প্রতিষ্ঠানে কম্পিউটার বিষয়ে জ্ঞান অর্জনের পাশাপাশি সনদপ্রাপ্ত হয়ে বিপুল সংখ্যক বেকার শিক্ষিত যুবক যুবতী আত্মকর্মসংস্থানের সুযোগ লাভ করছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com