বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০৭:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

সাড়ে ৪ ঘণ্টা পুড়ল জাহিন গার্মেন্টস, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট

তরফ নিউজ ডেস্ক: সাড়ে চার ঘণ্টার বেশি সময় ধরে জ্বলতে থাকা নারায়ণগঞ্জের সোনারগাঁও রোডের মদনপুরের জাহিন গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুনে পুড়ে গেছে কারখানার চারটি ইউনিট ও সরঞ্জাম। এ আগুনের ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে।

শুক্রবার বিকাল সাড়ে চারটার দিকে আগুন লাগে। রাত নয়টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

কারখানার শ্রমিকরা জানান, ছুটির দিনে কারখানায় খুব বেশি লোকজন ছিলেন না। তাই হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

বিকাল সোয়া পাঁচটার দিকে আগুন লাগার খবরে প্রথমে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ও পরে ধাপে ধাপে আরও ছয়টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন জানান, শুক্রবার রাত নয়টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট। আগুন পুরোপুরি নেভার পর ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করা হবে।

এদিকে আগুন লাগার পর সন্ধ্যার পর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। মহাসড়কের পাশে মদনপুরের সড়কটি বন্ধ হয়ে যাওয়ায় এ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন ওই পথে যাতায়াতকারীরা। আড়াই ঘণ্টার বেশি সময় যানজট ছিল। আগুন কমার পর যানজটও কমে। রাত নয়টার দিকে ধীরে ধীরে গাড়ি চলতে শুরু করে বলে জানান কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ করিম খান। তিনি বলেন, আগুনের কারণে এক পাশে সড়ক বন্ধ ছিল। এ কারণে দীর্ঘ যানজট তৈরি হয়। আগুন নিয়ন্ত্রণে আনার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যান চলাচল শুরু হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com