শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৫:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জনগণ যাকে ভালবাসবে, দায়িত্ব দিতে চাইবে, তাকেই দেবে- জেলা প্রশাসক বাহুবলে বিয়ের আনন্দ-ফুর্তি চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবতীর মুত্যু বাহুবল উপজেলা নির্বাচন : ২০ প্রার্থীর মাঝে নির্বাচনী প্রতীক বরাদ্দ বাহুবল উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাহুবলে সড়ক দুর্ঘটনায় নিহত ২ বাহুবল হাসপাতালের নতুন ব্যবস্থাপনা কমিটি প্রথম সভা বাহুবলে উপজেলা পরিষদ নির্বাচনের বাছাইয়ে দুই প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ বাহুবল উপজেলা পরিষদ নির্বাচনে ২০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল শিশুদের বিবাদের জেরে আজমিরীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩৫ দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

বাহুবলে রবীন্দ্র-নজরুল স্মরণ সভা অনুষ্ঠিত

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: “ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে ও রাষ্ট্রীয় জীবনে রবীন্দ্র-নজরুল চর্চা বেশী বেশী ছড়িয়ে দেয়া উচিত। কারণ এই দুই ক্ষণজন্মা পুরুষের মতো এতো আধুনিক, বিজ্ঞানমনস্ক, দেশপ্রেমিক কবি বাংলা সাহিত্যে বিরল”। শনিবার সকালে উপজেলা সভাকক্ষে বাহুবল আবৃত্তি পরিষদ আয়োজিত রবীন্দ্র-নজরুল স্মরণসভায় বক্তাগণ উপরোক্ত কথাগুলো বলেন।

বাহুবল আবৃত্তি পরিষদের তত্ত্বাবধায়ক পংকজ কান্তি গোপ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-বাহুবল উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান।

সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন-উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো: রুহুল আমিন।

আলমগীর কবীরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-আলিফ সোবহান চৌধুরী সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো: মাহবুবুর রহমান, বাহুবল ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: আবদুর রব শাহিন, উপজেলা যুব উন্নয়ন অফিসার হোসেন শাহ ও বিশিষ্ট শিক্ষানুরাগী ও মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি নিরঞ্জন সাহা নিরু।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন- বাহুবল ডিগ্রী কলেজের বাংলা বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক মো: সামছুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন- পরিষদের সদস্য সচিব মো: মামুনুর রশিদ।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- সানশাইন মডেল হাইস্কুলের সভাপতি এম.শামসুদ্দিন, পশ্চিম ভাদেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ ভট্টাচার্য, সাংবাদিক আব্দুল আউয়াল তহবিলদার সবুজ।

আলোচনা শেষে পরিবেশিত হয় মনোজ্ঞ আলেখ্যানুষ্ঠান। বাহুবল আবৃত্তি পরিষদের আহবায়ক মো: হাবিবুর রহমান সুমন ও শিক্ষক মনিরুল ইসলামের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে আবৃত্তি, গান, পুথিপাঠ, জারিগান ও নৃত্য পরিবেশিত হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com