শুক্রবার, ১০ মে ২০২৪, ০২:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে বিয়ের আনন্দ-ফুর্তি চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবতীর মুত্যু বাহুবল উপজেলা নির্বাচন : ২০ প্রার্থীর মাঝে নির্বাচনী প্রতীক বরাদ্দ বাহুবল উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাহুবলে সড়ক দুর্ঘটনায় নিহত ২ বাহুবল হাসপাতালের নতুন ব্যবস্থাপনা কমিটি প্রথম সভা বাহুবলে উপজেলা পরিষদ নির্বাচনের বাছাইয়ে দুই প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ বাহুবল উপজেলা পরিষদ নির্বাচনে ২০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল শিশুদের বিবাদের জেরে আজমিরীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩৫ দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর কেএনএফের প্রধান সমন্বয়ক বান্দরবানের বাসা থেকে গ্রেপ্তার

বাহুবলে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: বাহুবলে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন, বর্ণাঢ্য র‌্যালী, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাং®কৃতিক অনুষ্ঠান। এ উপলক্ষ্যে রোববার সকাল ১১টার দিকে র‌্যালী শেষে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান। উপজেলা যুব উন্নয়ন অফিসার হোসেন শাহ-এর পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান, উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন, মৎস্য অফিসার মিসবাহ উদ্দিন আফজল, বাহুবল মডেল প্রেস ক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর।

বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মাস্টার মখলিছুর রহমান, শ্রমিক লীগ সভাপতি শামীনুর রহমান, আলমগীর কবির, শিক্ষার্থী নারিয়া আহসান রিজভী ও পূর্ণা ভদ্র শর্মী প্রমুখ। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তোলে দেওয়া হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com