রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০১:২৮ পূর্বাহ্ন
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: জমির ফসল নষ্ট করতে বাঁধা দেওয়ায় লিটন মিয়া (১৭) ও তার বোন তমা আক্তার (১৫) কে মারধর করে গুরুতর জখম করেছে প্রতিপক্ষ। ঘটনাটি ঘটেছে চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের কাকাউশ গ্রামে।
শুক্রবার (৮ আগস্ট) জুম্মার নামাজের সময় ঘটনাটি ঘটে।
হামলাকারীরা একই গ্রামের আঃ মজিদের পুত্র মোঃ আহাদ মিয়া (৪০), মোঃ আঃ হান্নান (৩৮), আঃ মন্নান (৩৬) ও এমরান মিয়া (২৫)।
আহতদের মা লুৎফা বেগম বলেন চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্স এ প্রতিনিধিকে জানান জুম্মার সময় ওই ৪ ভাই তাদের আবাদি জমির ধান নষ্ট করতে থাকে। এসময় তাঁর পুত্র লিটন গিয়ে তাদের বাঁধা দেয় এবং প্রতিবাদ করে। তখন আঃ মজিদের উল্লেখিত ৪ পুত্র তাকে দেশীয় অস্ত্র নিয়ে মারধর করতে থাকে। লিটনের চিৎকারে তার ছোট বোন তমা এগিয়ে গেলে তমার শ্লীলতাহানি সহ তাকেও দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করে গুরুতর জখম করে। তাদের উভয়েরই মাথায় একাধিক জখম রয়েছে।
জখমীদের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি এর উপযুক্ত বিচার চান। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।