বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৪:৩৪ পূর্বাহ্ন

পিয়াইন নদীতে নিখোঁজ বিজিবি সদস্য মাসুম বিল্লাহর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলংয়ের পিয়াইন নদীতে নিখোঁজ বিজিবি সদস্য মাসুম বিল্লাহর মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার বিকেল পৌঁনে পাঁচটার দিকে স্থানীয় ডুবুরি নুর মিয়ার নেতৃত্বে পিয়াইন নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মোহাম্মদ তোফায়েল আহমদ।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মোহাম্মদ তোফায়েল আহমদ জানান, ৪ টা ৪৫ মিনিটের দিকে নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ পিয়াইন নদী থেকে উদ্ধার করা হয়েছে। তিনি যেখান থেকে নিখোঁজ হয়েছিলেন সেই জায়গা থেকে কিছুটা দূরে তার মরদেহ পাওয়া যায়।

এর আগে শনিবার (৯ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে ভারতীয় চোরাচালান পণ্য বহনকারী নৌকা আটকাতে গিয়ে নৌকাডুবির ঘটনা ঘটে। এতে বিজিবি সদস্য মাসুম পানিতে তলিয়ে যান।

এরপর থেকে তার সন্ধান পাওয়া যায়নি। সন্ধ্যা থেকেই ফায়ার সার্ভিস, বিজিবি ও পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে যায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com