শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০১:১০ পূর্বাহ্ন

সাবেক তিন গভর্নর ও ছয় ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ

তরফ নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের সাবেক তিন গভর্নর এবং ছয় ডেপুটি গভর্নরের ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য সংগ্রহে নেমেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। দেশের সব ব্যাংকে চিঠি দিয়ে তাদের লেনদেনের রেকর্ড, অ্যাকাউন্ট খোলার নথি ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য চাওয়া হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুরোধে বুধবার (১৩ আগস্ট) বিএফআইইউ ব্যাংকগুলোতে এ সংক্রান্ত চিঠি প্রেরণ করে।

তথ্য চাওয়ার তালিকায় রয়েছেন সাবেক গভর্নর ড. আতিউর রহমান, ফজলে কবির ও আব্দুর রউফ তালুকদার। এদের মধ্যে আওয়ামী লীগ সরকার পতনের পর আতিউর রহমান বিদেশে চলে যান। আর আব্দুর রউফ তালুকদার পলাতক অবস্থায় ২০২৪ সালের ৭ আগস্ট ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠান।

ছয় সাবেক ডেপুটি গভর্নরের মধ্যে রয়েছেন— দুদকের মামলায় কারাগারে থাকা এস কে সুর চৌধুরী এবং বিএফআইইউর সাবেক প্রধান মো. মাসুদ বিশ্বাস, যিনি পদত্যাগে বাধ্য হয়েছিলেন। এছাড়া তালিকায় আছেন আবু হেনা মো. রাজী হাসান, এসএম মনিরুজ্জামান, কাজী ছাইদুর রহমান ও আবু ফরাহ মো. নাছের।

বিএফআইইউর নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি ব্যক্তির অ্যাকাউন্ট খোলার ফরম, লেনদেনের ইতিহাস, কেওয়াইসি নথি এবং অ্যাকাউন্ট বন্ধ হয়ে থাকলে তার বিবরণসহ সব তথ্য তিন কর্মদিবসের মধ্যে জমা দিতে হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com