মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১২:৫৭ পূর্বাহ্ন
তরফ নিউজ ডেস্ক : হবিগঞ্জের বাহুবল উপজেলায় দুইটি চোরাই গরু ও চোরাই কাজে ব্যবহৃত একটি গাড়িসহ এক ব্যক্তিকে আটক করেছে বাহুবল মডেল থানা পুলিশ।
শনিবার (২৫ অক্টোবর ২০২৫) দুপুরে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শাহাপুর (কারারপুর) এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম মোঃ শিপন মিয়া (২৫)। তিনি বাহুবল উপজেলার মুদাহারপুর গ্রামের বাজিদ উল্যাহর পুত্র।
বাহুবল মডেল থানার কর্মকর্তারা জানান, শনিবার আনুমানিক দুপুর ২টা ৪৫ মিনিটে (১৪.৪৫ ঘটিকা) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যান, দুইটি চোরাইকৃত গরু, চোরাই কাজে ব্যবহৃত একটি পুরাতন রিয়েলমি মোবাইল সেট ও দুটি সিমকার্ড উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।