শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০১:৩৪ অপরাহ্ন
তরফ নিউজ ডেস্ক: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সরাসরি এভারকেয়ার হাসপাতালে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান। তিনি এখন সেখানে চিকিৎসাধীন শাশুড়ি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পাশে অবস্থান করছেন।
শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টার কিছু আগে হাসপাতালে পৌঁছান তিনি। এর আগে বেলা পৌনে ১১টার দিকে বাংলাদেশ বিমানের বিজি-৩০২ ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন খালেদা জিয়ার পুত্রবধূ। লন্ডনের স্থানীয় সময় বহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে বাংলাদেশের উদ্দেশে রওয়ানা করেছিলেন তিনি।
এভারকেয়ারে চিকিৎসাধীন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য আজ লন্ডন নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু আজ সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কারিগরি ত্রুটির কারণে আজ আসছে না কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স। ফলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার বিষয়টি কিছুটা বিলম্ব হবে।
খালেদা জিয়ার শারীরিক অবস্থা যদি বিদেশযাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দেয় তাহলে আগামী রোববার (৭ ডিসেম্বর) তিনি উন্নত চিকিৎসার জন্য দেশ ছাড়বেন।
খালেদা জিয়ার স্েগ ডা. জুবাইদাও যাবেন। এ ছাড়া বিশেষজ্ঞ চিকিৎসক দল সহ আরও ৪ জন তার সফরস্গেী হবেন।