বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
নবিগঞ্জে সিএনজি রিফুয়েলিং স্টেশনে ভয়াবহ আগুন, ১০ গাড়ি ভস্মীভূত একাদশে ভর্তি : প্রথম ধাপের ফলে কলেজবঞ্চিত ২৫ হাজারের বেশি শিক্ষার্থী চুনারুঘাট সীমান্তে আটক ৩ বাংলাদেশি নাগরিককে ফেরত দিল বিএসএফ চুনারুঘাটে পৃথক অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ চারজন আটক ক্ষমতায় গেলে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগাবে বিএনপি: তারেক রহমান সামরিক বাহিনীর বিরুদ্ধে অপপ্রচার: সেনাপ্রধানের সতর্কবার্তা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ছাত্রদল নেতা হামিমের বিরুদ্ধে চলতি সপ্তাহেই ভোটের কর্মপরিকল্পনার খসড়া চূড়ান্ত করবে ইসি জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত চুনারুঘাট থানার ওসি নুর আলম চুনারুঘাটে গৃহবধূ হত্যার অভিযোগ স্বামী পলাতক, দুই নারী আটক

সিলেটের ১৩ পুলিশ কর্মকর্তা পদক পাচ্ছেন

নিজস্ব প্রতিবেদক : সেবা, সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের জন্য তিন শতাধিক পুলিশ কর্মকর্তা ও সদস্যকে বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) ও প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) দিয়ে পুরষ্কৃত করতে যাচ্ছে সরকার। পুলিশ সপ্তাহ-২০১৯ উপলক্ষে আগামী ৪ ফেব্রুয়ারি রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে পুলিশ সদস্যদের হাতে পদকগুলো তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদকপ্রাপ্তির তালিকায় সিলেটের ১৪ কর্মকর্তার নাম রয়েছে। এরমধ্যে ১৩ জন পুলিশের ও একজন র‌্যাবের কর্মকর্তা।

ইতোমধ্যে পুলিশ সদর দফতর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ সংক্রান্ত সুপারিশ পাঠানো হয়েছে বলে জানা গেছে।

সিলেট থেকে পদক প্রাপ্তির তালিকায় স্থান পাওয়াদের মধ্যে ৭ জন পেয়েছেন বিপিএম এবং ৭ জন পেয়েছেন পিপিএম পদক।

সিলেট থেকে বাংলাদেশ পুলিশ মেডেল বিপিএম পদকপ্রাপ্তরা হচ্ছেন- সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান (সেবা), এসএমপির কমিশনার গোলাম কিবরিয়া (সেবা), র‌্যাব-৯ এর সদ্য বিদায়ী অধিনায়ক লে. কর্ণেল আলী হায়দার আজাদ আহমদ, অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র (সেবা), সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার বরকতুল্লাহ খান (সেবা), মৌলভীবাজার মডেল থানার এ এস আই বিকাশ চন্দ্র দে, এসএমপির কনস্টেবল মো. ইব্রাহিম ইসলাম সুফন।

আর প্রেসিডেন্ট পুলিশ মেডেল পিপিএম প্রাপ্তরা হচ্ছেন- সিলেট জেলা পুলিশ সুপার মো. মনিরুজ্জামান (সেবা), মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো. শাহ জালাল (সেবা), হবিগঞ্জ জেলা পুলিশ সুপার মো. উল্লাহ (সেবা), মৌলভীবাজার জেলা পিবিআইর পুলিশ সুপার মো. শাহাদত হোসেন (সেবা), এসএমপির অতিরিক্ত উপ কমিশনার জ্যোর্তিময় সরকার (সেবা), ওসমানীনগর থানার এসআই (নিরস্ত্র) মমিনুল ইসলাম (সেবা) এবং জগন্নাথপুর থানার এস আই (নিরস্ত্র) হাবিবুর রহমান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com