বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে ধান ক্ষেত থেকে ডাকাতের গলাকাটা লাশ উদ্ধার বিজিবি-সেনাবাহিনীর যৌথ অভিযানে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সীমানা পরিবর্তন হলো ৪৬ সংসদীয় আসনের চুনারুঘাটে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন, স্পষ্ট বার্তা দিলেন প্রধান উপদেষ্টা জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয়: তারেক রহমান জাপা কার্যালয়ের সামনে সংঘর্ষ:  লাঠিচার্জে আহত গণ অধিকার পরিষদের নেতা নুর চুনারুঘাটে বাল্লা স্থলবন্দরের কার্যক্রম স্থগিত চুনারুঘাটের কৃতি সন্তান আব্দুর রহমান তরফদার সচিব পদে পদোন্নতি বাহুবলে দলিল লিখক সমিতির নয়া কমিটি গঠিত

বাহুবলে নজরুল একাডেমীর নিয়মিত সাহিত্য আড্ডার তৃতীয় পর্ব অনুষ্ঠিত

বাহুবল (হবিগঞ্জ) সংবাদদাতা : নজরুল একাডেমী বাহুবল শাখার নিয়মিত সাহিত্য আড্ডার তৃতীয় পর্ব বুধবার (১৩ ফেব্রুয়ারি) বৃন্দাবন চা বাগানে অনুষ্ঠিত হয়েছে।

‘অরণ্য বিলাস’ নামের এবারের আড্ডার আয়োজক সাইফুর রহমান জুয়েল-এর প্রাণঞ্জল উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন।

অনুষ্ঠানে পার্ট টাইম সিঙ্গার কনক দেব মিঠু, সমরেশ ভট্টাচার্য্য, মখলিছুর রহমান মাস্টার ও এসএ আবিদ-এর পাশাপাশি উপজেলা নির্বাহী অফিসারের কণ্ঠে সংগীতের সুর দর্শক-স্রোতাদের মুগ্ধ করে।

এছাড়াও আব্দুল আওয়াল তহবিলদারের কণ্ঠে আবৃত্তি ও মাওলানা নূরুল আমীনের কণ্ঠে ইসলামী সংগীত আড্ডায় ভিন্নমাত্রা এনে দেয়।

আড্ডার ফাঁকে ফাঁকে আলোচনায় অংশগ্রহণ করেন বাহুবলের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার, সংগঠনের সহ-সভাপতি নূরুল ইসলাম মনি, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূর, যুগ্ম সম্পাদক এম শামছুদ্দিন, সদস্য বশির আহমেদ, প্রভাষক মোঃ আইয়ূব আলী ও ফয়সল আহমেদ চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নজরুল একাডেমীর সদস্য এম রশিদ আহমেদ, আলাউদ্দিন, ইমরুল কবীর, তফাজ্জুল হোসেন, ফেরদৌস আহমেদ হৃদয়, শিক্ষক আব্দুল জব্বার, শিক্ষক আসাদুজ্জামান জুয়েল ও আনোয়ার হোসেন প্রমুখ।

আড্ডার চতুর্থ পর্ব আগামী ২০ মার্চ উপজেলার রশিদপুর গ্যাস ফিল্ডে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের আয়োজক হিসেবে থাকছেন সংগঠনের যুগ্ম সম্পাদক এম. শামছুদ্দিন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com