মঙ্গলবার, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৮ অপরাহ্ন

চকবাজারে অগ্নিকান্ডে প্রাণহানিতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের শোক

তরফ নিউজ ডেস্ক : রাশিয়ান ফেডারেশনের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পুরান ঢাকার চকবাজারে অগ্নিকান্ডের ঘটনায় বহু লোকের প্রাণহানিতে আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো এক বার্তায় পুতিন বলেন, ‘ঢাকায় এক অগ্নিকান্ডে বহু লোকের প্রাণহানির ঘটনায় আমি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, ‘আমি নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানাচ্ছি এবং একই সাথে এই দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

এদিকে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর মিলারও পুরান ঢাকার চকবাজারে সংঘটিত অগ্নিকান্ডের এ ঘটনায় বহু লোকের প্রাণহানিতে আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো বার্তায় মিলার বলেন, ‘এই কঠিন সময়ে আমরা বাংলাদেশের জনগণ এবং দুর্ঘটনায় হতাহতদের পরিবারের জন্য চিন্তিত এবং তাদের জন্য প্রার্থনা করছি।’

পুরান ঢাকার অগ্নিকান্ডে নিহতের সংখ্যা ৬৮ জনে দাঁড়িয়েছে। এদিকে কর্তৃপক্ষ উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com