মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ০৫:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে দুটি অবৈধ ইটভাটা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে প্রশাসন জাতীয় পরিচয়পত্রে ডাকনাম ও একাধিক স্ত্রীর নাম যুক্ত করার সিদ্ধান্ত শপিংমল-আবাসিকের নিরাপত্তায় ‘অক্সিলারি ফোর্স’ নিয়োগ, যে ক্ষমতা পাবেন তারা বাহুবলে যৌথ বাহিনীর অভিযানে ৪ অপরাধী গ্রেফতার বাহুবল জনতা ব্যাংকে বিদায় ও বরণ উপলক্ষ্যে সংবর্ধনা সভা বাহুবলে আকিজ ভেঞ্চার লিঃ-এ গ্যাস লাইনে বিস্ফোরণ : নিহত ৪ বাহুবলে উপজেলা ভিত্তিক নুরানী প্রতিযোগিতা অনুষ্ঠিত বাহুবল প্রেস ক্লাবের সভাপতি মাসুম, সেক্রেটারি ইমন টমটমের ভাড়া নিয়ে সংঘর্ষে শতাধিক আহত, অগ্নিসংযোগ-লুটপাট পিঠা মেলাকে ঘিরে সানশাইন ক্যাম্পাসে নবীন-প্রবীন-নারী-শিশুর মিলনমেলা

নবীগঞ্জে ওয়ারেন্টভূক্ত ৭ আসামি গ্রেফতার

নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা : নবীগঞ্জে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৭ ওয়ারেন্টভূক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।

গত সোমবার রাতে থানা পুলিশের পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে হবিগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো- উপজেলার মাঠ বনগাঁও গ্রামের হিরা মিয়ার পুত্র খালেদ মিয়া, তার ভাই কাওছার মিয়া, নেছার মিয়া, কসবা গ্রামের ইসলাম উদ্দিন, তার স্ত্রী খেলু বেগম, পুত্র হাছান মিয়া, ইমামবাড়ী গ্রামের হুসাইন আহমদের পুত্র হাফিজ হোসাইন।

পুলিশ জানায়, তারা বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত আসামি হিসেবে পালিয়ে বেড়াচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি ইকবাল হোসেনের নেতৃত্বে সেকেন্ড অফিসার শাসছুল ইসলাম, এস আই সাইফুল আলম, শাহিনুর আলম, এ এস আই হান্নান মাহমুদসহ একদল পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com