মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৮ অপরাহ্ন

নবীগঞ্জে ওয়ারেন্টভূক্ত ৭ আসামি গ্রেফতার

নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা : নবীগঞ্জে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৭ ওয়ারেন্টভূক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।

গত সোমবার রাতে থানা পুলিশের পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে হবিগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো- উপজেলার মাঠ বনগাঁও গ্রামের হিরা মিয়ার পুত্র খালেদ মিয়া, তার ভাই কাওছার মিয়া, নেছার মিয়া, কসবা গ্রামের ইসলাম উদ্দিন, তার স্ত্রী খেলু বেগম, পুত্র হাছান মিয়া, ইমামবাড়ী গ্রামের হুসাইন আহমদের পুত্র হাফিজ হোসাইন।

পুলিশ জানায়, তারা বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত আসামি হিসেবে পালিয়ে বেড়াচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি ইকবাল হোসেনের নেতৃত্বে সেকেন্ড অফিসার শাসছুল ইসলাম, এস আই সাইফুল আলম, শাহিনুর আলম, এ এস আই হান্নান মাহমুদসহ একদল পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com