রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ১২:৫৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : দু’দুবার ঘোষণা দেওযার পরও শপথ নেননি সিলেট-২ আসনের সাংসদ এমপি ও গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খান। তবে, এবার আর বিলম্ব নয়, শিগগিরই তিনি শপথ নিচ্ছেন। গণফোরামের দলীয় সিদ্দান্ত মতে রোববার বিকেলে নিজ নির্বাচনী এলাকায় জনসভায় এ ঘোষণা দেন মোকাব্বির।
বিশ্বনাথ-রশিদপুর সড়কের চৌধুরী ম্যনশনের সামনে বিশ্বনাথ উপজেলাবাসীর ব্যানারে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিশ্বনাথ-ওসমানীগরবাসী যেহেতু তাকে সংসদে দেখতে যাচ্ছেন, তাই জনগনের অনুরোধে আমি শপথ নেবো। আর শপথ নেওয়ার পর সংসদে গিয়ে নির্বাচনী ইশতেহার মতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধানে তদন্ত কমিটি গঠনের দাবী সংসদে উত্তাপন করবো। পাশাপাশি এম ইলিয়াস আলীর ন্যায় বিশ্বনাথ-ওসমানীনগরের বাসিন্দাদের কাংখিত উন্নয়ন তরান্নিত করারও চেষ্টা করব।
তবে, এই জনসভাকে বয়কট করেছেন উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা। শনিবার থেকে উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক বশির উদ্দিনসহ একাধিক নেতাদের ফেসবুক আইডির টাইমলাইনে জনসভায় না যাওয়ার জন্য বলা হয়েছে। নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মীনি ও বেগম খালেদা জিয়ার উপদেষ্টা তাহসীনা রুশদীর লুনার বরাত দিয়ে ফেসবুকে ও মোবাইল ফোনে নেতাকর্মীদের জনসভা বয়কটের কথা জানান তারা।
বিএনপি নেতাদের দাবি, নিখোঁজ ইলিয়াসের সম্মানে বিশ্বনাথ ওসমানীনগরের সহযোগী সংগঠনসহ বিএনপি ও দুই উপজেলার জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। কিন্তু নির্বাচিত হওয়ার পর ইলিয়াস পরিবার তথা বিএনপিকে ভুলে গিয়ে অন্য দলের সাফাই গেয়েছেন মোকাব্বির।
জনসভায় সভাপতিত্ব করেন বহিস্কৃত বিএনপি নেতা ও বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বহিস্কৃত বিএনপি নেতা ও বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবদাল মিয়া, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও লামাকাজী ইউনিয়ন চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ও অলংকারী ইউনিয়ন চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, দেওকলস ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান তাহিদ মিয়া।
বিএনপি নেতা আসাদুজ্জামান আসাদ, আব্দুল আজিজ ও ছাত্রদল নেতা আলাল আহমদের সঞ্চালনায় অনান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা আবু আহমদ এমদাদ, শ্রমিক নেতা আনছার আলী, সেচ্ছাসেবকদল নেতা হিরণ মিয়া, কলেজ ছাত্রদল নেতা আকতার হোসেন প্রমুখ।